আইপিএলের মেগা নিলামের আগেই রাহুলকে রিটেনশন তালিকায় রাখেনি লখনউ সুপার জায়ান্টস
নিলামে ১৪ কোটি টাকা দাম পেয়েছেন কে এল রাহুল
পরের আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলতে দেখা যাবে রাহুলকে
রাহুলকে ছেড়ে দিয়ে ঋষভ পন্থকে নিয়েছে লখনউ
পন্থের জন্য ২৭ কোটি টাকা দিচ্ছে লখনউ, যা আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড
সোশ্যাল মিডিয়ায় রাহুল ও পন্থের একটি মিম ঝড় তুলেছে
মিমে রাহুলকে পন্থের উদ্দেশে বলতে দেখা যাচ্ছে, 'দেখ ভাই, কম্পানি ভাল, মাইনে ভাল, মালিক বিষাক্ত।'
মিমটি নেটিজেনদের মধ্যে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে
সঞ্জীব গোয়েঙ্কা জানিয়েছেন, তিনি নিজে মিমটি দেখেননি, আশ্বাস দিয়েছেন, মালিক হিসাবে তিনি যত্নশীল, স্নেহপ্রবণ
গত আইপিএলে লখনউ ম্যাচ হারার পর মাঠেই রাহুলকে ধমক দিয়েছিলেন গোয়েঙ্কা, যা থেকে দুজনের সম্পর্কের অবনতি