নাম নেই নিলামের তালিকায় এই তারকাদের ছাড়াই আয়োজিত হবে আইপিএল ২০২৫
abp live

নাম নেই নিলামের তালিকায় এই তারকাদের ছাড়াই আয়োজিত হবে আইপিএল ২০২৫

Published by: ABP Ananda
এবারের আইপিএল নিলামে না থাকা সবচেয়ে বড় নাম সম্ভবত বেন স্টোকস।
abp live

এবারের আইপিএল নিলামে না থাকা সবচেয়ে বড় নাম সম্ভবত বেন স্টোকস।

গত বারে চোটের কারণে খেলেননি তিনি। এবারও নিলামে নাম দেননি ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক।
abp live

গত বারে চোটের কারণে খেলেননি তিনি। এবারও নিলামে নাম দেননি ইংল্যান্ডের লাল বলের অধিনায়ক।

শিখর ধবন অবসর ঘোষণা করেছিলেন আগেই তবে তিনি আইপিএল খেলবেন কি না, তা জানাননি।
abp live

শিখর ধবন অবসর ঘোষণা করেছিলেন আগেই তবে তিনি আইপিএল খেলবেন কি না, তা জানাননি।

abp live

সদ্যই নেপাল প্রিমিয়ার লিগে যোগ দেওয়ায় তাঁর আইপিএলে না খেলা কার্যত নিশ্চিত ছিল। এবার তাতে সিলমোহর পড়ল।

abp live

স্টোকসের ইংল্যান্ড দলের সতীর্থ ক্রিস ওকসকে গত মরশুমে শিখর ধবনের পাঞ্জাব কিংস কিনেছিল।

abp live

তবে ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার এবারের নিলামে নামই দেননি।

abp live

গত মরশুমে আরসিবির হয়ে খেলেছিলেন ক্যামেরন গ্রিন। তবে আসন্ন মরশুমে তিনি খেলবেন না।

abp live

অজ়ি তারকা অলরাউন্ডারকে পিঠের চোটের জেরে প্রায় ছয় মাস মাঠের বাইরে থাকতে হবে। এমনটা না হলে গ্রিনকে যে আরসিবি রিটেন করত, তার পূর্বাভাসও মিলেছে।

abp live

তালিকায় ইংল্যান্ডের তৃতীয় ক্রিকেটারের নাম জোফ্রা আর্চার। একসময় জোফ্রা সর্বোচ্চ দামে বিক্রি হওয়ার পর্যন্ত দাবি রাখতেন।

abp live

তবে চোটআঘাতে জর্জরিত তারকা ফাস্ট বোলার নিলামের শর্ট তালিকায় নেই।