আইপিএলের কিংবদন্তিদের তালিকায় ইউসুফ পাঠানের নাম থাকবেই থাকবে তবে ৩২০৪ রান করা ইউসুফ নিজের সেরা মরশুমে ৪৩৫ রান করেছিলেন তাঁর ঠিক আগেই রয়েছেন ৩৪১২ রান করা কায়রন পোলার্ড মুম্বই ইন্ডিয়ান্সের বর্তমান ব্যাটিং কোচ এক আইপিএলে সর্বোচ্চ ৪২০ রান করেছেন তালিকায় তিনে রয়েছেন আরেক নাইট তারকা মণীশ পাণ্ডে ৩৮০৮ রান করা মণীশ পাণ্ডের সেরা আইপিএল মরশুমে এসেছিল ৪২৫ রান সঞ্জু স্যামসন আইপিএলে এতদিনে ৪২৭৩ রান করে ফেলেছেন তবে রাজস্থান রয়্যালস অধিনায়কের এক মরশুমে সর্বাধিক সংগ্রহ ৪৮৪ রান তালিকায় একে টুর্নামেন্টের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি তিনি ৫১৯২ রান করেছেন, তবে নিজের সেরা মরশুমে তাঁর সংগ্রহ ৪৬১