আইপিএলের ইতিহাসে সফলতম দল মুম্বই ইন্ডিয়ান্স,পাঁচ খেতাব জিতেছে তাঁরা



এ মরশুমের পাশাপাশি ২০২২ সালেও মুম্বই ইন্ডিয়ান্স প্রথম দল হিসাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল



তবে ২০০৯ সালে আইপিএল জিতেছিল ডেকান চাজার্স



তবে গিলক্রিস্টদের এই দল ২০০৮, ২০১১ ও ২০১২ সালে প্রথম দল হিসাবে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছিল



সব আইপিএল মরশুম খেলেও খেতাব না জেতা দলগুলির অন্যতম পাঞ্জাব কিংস



প্রীতি জিন্টার দল ২০১০ ও ২০১৫ সালে প্রথমেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল



পাঞ্জাবের মতো দিল্লি ক্যাপিটালসও কোনদিন আইপিএল খেতাব জেতেনি



রাজধানীর ফ্র্যাঞ্চাইজি ২০১৪ ও ২০১৮ সালে সবার প্রথমে প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছিল



বিরাট কোহলির আরসিবির দলের দখলেও একাধিকবার এই লজ্জার কৃতিত্ব রয়েছে



২০১৭ ও ২০১৯ সালে আরসিবি সবার প্রথমে প্লে-অফ থেকে ছিটকে গিয়েছিল