আইপিএলের সর্বকালের অন্যতম সর্বোচ্চ উইকেটসংগ্রাহক আর অশ্বিন খেলেছেন ১৯৭ ট্রফি জয়ের নিরিখে আইপিএলের সফলতম ক্রিকেটার আম্বাতি রায়াডু খেলেছেন ২০৪ আরেক সিএসকে প্রাক্তনী রবিন উথাপ্পা খেলেছেন ২০৫টি ম্যাচ 'মিস্টার আইপিএল' সুরেশ রায়নাও উথাপ্পার সমসংখ্যক ২০৫টি ম্যাচ খেলেছেন আইপিএলের সবকয়টি মরশুম খেলা অন্যতম ক্রিকেটার শিখর ধবনের দখলে রয়েছে ২১৭টি ম্যাচ খেলার কৃতিত্ব রবীন্দ্র জাডেজা ২২৬টি ম্যাচ খেলেছেন আইপিএলের সর্বোচ্চ রানসংগ্রাহক বিরাট কোহলি খেলছেন ২৩৭টি ম্যাচ কোহলির আরসিবি সতীর্থ দীনেশ কার্তিক খেলেছেন ২৪২টি ম্যাচ রোহিত শর্মা কার্তিকের থেকে এক বেশি ২৪৩ ম্যাচ খেলে তালিকায় দ্বিতীয় স্থানে রোহিতের সঙ্গে যুগ্মভাবে আইপিএলের সফলতম অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি সর্বাধিক ২৫০টি আইপিএল ম্যাচ খেলেছেন