কেকেআরের মেন্টর হিসাবে দায়িত্ব নিয়েই ১০ প্রশ্নের উত্তর খুঁজতে হবে গৌতম গম্ভীরকে

প্রথমেই গম্ভীরকে খুঁজতে হবে আগের ৯ আইপিএলে ব্যর্থতার কারণ


টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখতে পারছে না কেকেআর



টানা চার-পাঁচটি ম্যাচ হেরে প্লে অফের দৌড় থেকে ছিটকে যাচ্ছে কেকেআর



ধারাবাহিকতার অভাব দূর করতে চাইবেন গৌতি



অধিনায়ক সমস্যার সমাধান করতে হবে গম্ভীরকে



গতবার পিঠের অস্ত্রোপচারের জন্য খেলতে পারেননি শ্রেয়স আইয়ার, পরিবর্তে নেতৃত্ব দেন নীতীশ রানা



এবারও পিঠের চোটে কাবু শ্রেয়স, তিনি শুরুর দিকে খেলতে না পারলে কে হবেন অধিনায়ক?



নারাইন, রাসেল, স্টার্কের সঙ্গে চতুর্থ বিদেশি কে হবেন?



ওপেনিংয়ে কি নারাইন ফাটকা? নাকি বেঙ্কটেশ-গুরবাজ? দ্রুত সিদ্ধান্ত নিতে হবে গৌতিকে (ছবি - সিএবি ও কেকেআর)