২০০৯ সালে আইপিএলে সিএসকের জার্সিতে অভিষেক অশ্বিনের
২০১৫ পর্যন্ত সিএসকের জার্সিতে খেলেছেন অশ্বিন
২০১০ ও ২০১১ সালে আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই দলের সদস্য ছিলেন অশ্বিন
সিএসকের জার্সিতে ৯৪ ইনিংসে ৯০ উইকেট নিয়েছেন অশ্বিন
ডোয়েন ব্র্যাভো (১৪০) ও জাডেজা (১৩৩)-র পর তৃতীয় সর্বােচ্চ উইকেট শিকারি এই দলের
৯.৭৫ কোটি টাকা দিয়ে এবার সিএসকে ফের অশ্বিনকে দলে নিয়েছে
ব্যাট হাতেও লোয়ার অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন অশ্বিন
মোট আইপিএল কেরিয়ারে ২১২ ম্য়াচে ১৮০ উইকেট নিয়েছেন অশ্বিন