এবারে কেকেআরের প্রকাশিত রিটেনশন তালিকায় প্রথম নাম রিঙ্কু সিংহ এক্ষেত্রে সুনীল নারিন, আন্দ্রে রাসেলদের থেকেও এগিয়ে রিঙ্কু সিংহ ১৩ কোটি টাকায় কেকেআর তাঁকে রিটেন করেছে আইপিএলে রিঙ্কুর উত্থানের সফরটা কিন্তু স্বপ্নের মতোই এক সময় কেকেআর তাঁকে কেন রিটেন করত সেই নিয়ে অনেকে প্রশ্ন তুলতেন, সেখান থেকে প্রথম রিটেনশন হওয়াটা মুখের কথা নয় রিঙ্কুর প্রাপ্ত বেতনের অঙ্কটাও কিন্তু মাত্র এক মরশুমের ব্যবধানে ২২৬৩ শতাংশেরও বেশি বেড়েছে গতবার যেখানে তিনি ৫৫ লক্ষ টাকা পেতেন, সেখানে পরের মরশুমে তিনি পাবেন ১৩ কোটি রিঙ্কু কেকেআরের হয়ে ইতিমধ্যেই ৪৬ ম্যাচে প্রায় ৯০০ মতো রান করে ফেলেছেন তাঁর এই ফর্ম যাতে অব্যাহত থাকে, তেমনটাই চাইবেন নাইট সমর্থকেরা ইতিমধ্যেই একবার আইপিএল ট্রফি উঠেছে তাঁর হাতে, রিঙ্কু নিজেও কিন্তু সাফল্য়ের ধারা অব্যাহত রাখতে চাইবেন