আইপিএলে নিলামে নির্ধারিত টাকার সম্পূর্ণটা কেন পাবেন না পন্থ?

Published by: ABP Ananda

আইপিএল নিলামে আগের সব রেকর্ড ভেঙে ঋষভ পন্থকে ২৭ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। দিল্লি ক্যাপিটালসের সঙ্গে তারকা কিপার-ব্যাটারের কার্যত অদল বদল হয়।

পন্থ লখনউয়ের হয়ে মরশুমের প্রতিটি ম্যাচই খেলবেন বলে আশা করা যায়। তাই নতুন নিয়মে তিনি আরও ১.০৫ কোটি টাকা পাবেন। অর্থাৎ তাঁর প্রাপ্তি বেড়ে দাঁড়াল ২৮.০৫ কোটি।

তবে নিলামে এত কোটি টাকা তাঁর দাম উঠলেও, পন্থ কিন্তু পুরো টাকাটা পাবেন না।

কিন্তু তাঁর দাম উঠলেও, কেন পুরো টাকা পাবেন না পন্থ? কারণ হল ভারত সরকারের আয়কর।

টিডিএসের জন্য ১০ শতাংশ এমনিই কাটা যাওয়ার কথা। তবে পন্থের ক্ষেত্রে এই পরিমাণটা কিন্তু ১০ শতাংশ নয়।

উচ্চ আয়ের জন্য পন্থ ৩০ শতাংশ আয়করের আওতায় পড়বেন। অর্থাৎ সেই হিসাবে তাঁর ৮.৪২ কোটি টাকা মতো কাটা যাওয়ার কথা। এছাড়াও আরও কিছু অর্থ কাটা বিভিন্ন খাতে কাটা যাবে।

সেই হিসাবে আইপিএল বেতন থেকে তাঁর মোট প্রাপ্তি ১৯.৬৪ কোটি টাকার মতো হওয়ার কথা। কিন্তু এই অর্থের পরিমাণ বেশি কম হতে পারে।

আসলে কর গোটা আয়ের ৩০ শতাংশ হয়। পন্থ আইপিএল বাদেও জাতীয় দলে খেলা থেকে বিভিন্ন অ্যাডের জন্য আয় করেন। সেই মোট আয়েরই ৩০ শতাংশ কাটা যাবে তাঁর।

অঙ্কটা কমবেশি যাই হোক না, কেন না, পন্থকে যে একটা মোটা টাকার কর দিতে হবে, তা বলাই বাহুল্য।