রোহিত শর্মার হাত থেকে মুম্বইয়ের অধিনায়কত্ব চলে যাওয়া নিয়ে কম জলঘোলা হয়নি



রোহিতের বদলে হার্দিক পাণ্ড্যকে নেতৃত্বের দায়ভার দেওয়া হয়



খবর অনুযায়ী হার্দিকের অধিনায়কত্বে অখুশি রোহিত



মুম্বই দুই শিবিরে ভাগ হয়ে যাওয়ার খবরও হাওয়ায় ভাসছে



এরই মাঝে রিপোর্ট অনুযায়ী রোহিত এ মরশুমের পরে মুম্বই ছাড়বেন



রোহিতের পথেই হাঁটতে পারেন যশপ্রীত বুমরা ও সূর্যকুমার যাদবও



মুম্বইয়ের নেতৃত্ব হার্দিকের হাতে যাওয়ার পর বুমরা, সূর্য সোশ্যাল মিডিয়ায় আজব পোস্ট শেয়ার করেন



তাঁরা এই সিদ্ধান্তে বিন্দুমাত্র সন্তুষ্ট নন বলেই দাবি করা হচ্ছে



আনুগত্য দেখালেও, ফ্র্যাঞ্চাইজি সুবিচার করেনি, এই ধারণা থেকেই বুমরা, সূর্যর দলবদলের ভাবনা



পরের বছর মেগা নিলামে তাই মুম্বইয়ের তারকা ত্রয়ীর নাম থাকতেই পারে জল্পনা তুঙ্গে