আইপিএলের নতুন মরশুমে নতুন ঠিকানায় দেখা যেতে পারে এই তারকাদের আইপিএলের পরবর্তী মরশুমের আগে মেগা নিলামের কথা ঘোষণা করেছেন অরুণ ধুমাল সেই নিলামে অনেক খেলোয়াড়ই নিজেদের ঠিকানা বদলাতে পারেন তালিকায় সম্ভবত সবথেকে বড় নাম রোহিত শর্মার গত মরশুমে অধিনায়কত্ব যাওয়ার পর থেকেই তাঁর মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ার জল্পনা ভারতীয় দলের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবও এই তালিকায় রয়েছেন সূর্য, রোহিত, দুইজনের জন্যই কেকেআর ঝাঁপাতে পারে বলে খবর তালিকায় দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক তথা সর্বোচ্চ রানসংগ্রাহক ঋষভ পন্থও রয়েছেন পন্থ দিল্লি ছাড়লে ধোনি পরবর্তী জমানায় সিএসকের কিপার হতে পারেন বলে খবর কেএল রাহুলের সঙ্গে লখনউয়ের কর্ণধার সঞ্জীব গোয়াঙ্কার প্রকাশ্যেই কথা কাটাকাটি হয় তিনি নিজের প্রাক্তন ফ্র্যাঞ্চাইজি আরসিবিতে ফিরবেন বলে জোর জল্পনা