তিনি কলকাতা নাইট রাইডার্সের সবচেয়ে বড় চিয়ারলিডার



আইপিএল কোয়ালিফায়ার ওয়ান দেখতে আমদাবাদে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন



ফাইনালে শাহরুখ খানের মাঠে থাকা নিয়েই ছিল সংশয়



তবে কিছুটা সুস্থ হয়েই চেন্নাইয়ে পৌঁছে যান শাহরুখ



সঙ্গে স্ত্রী গৌরী, দুই পুত্র আরিয়ান ও আব্রাম এবং মেয়ে সুহানা



মাঠে বসে কেকেআরকে তৃতীয়বারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হতে দেখেন শাহরুখ



তবে চ্যাম্পিয়ন হওয়ার পর শাহরুখ এমন এক কাজ করেন, যা উদাহরণ হতে পারে



ধোনিদের ডেরা চিপকে ছিল ম্যাচ



ম্যাচ জেতার পর সিএসকে-র নামেও জয়ধ্বনি দেন শাহরুখ



সিএসকে ভক্তদের মন জিতে নিয়েছেন শাহরুখ (ছবি - পিটিআই)