ছিলেন টেনিস খেলোয়াড়, হয়ে গেলেন সঞ্চালিকা আর এই সঞ্চালিকাতেই মজেছে নেটপাড়া।



তাঁর রূপে ও গুণে সকলকেই মুগ্ধ করেছেন গুজরাত টাইটান্সের হয়ে সঞ্চালনা করা তানভি শাহ।



তবে তানভি কিন্তু ক্রিকেটার হিসাবে বা সঞ্চালিকা হিসাবে কেরিয়ার শুরু করেননি।



তিনি টেনিস খেলোয়াড় ছিলেন, এমনকী ভারতীয় হিসাবে ব়্যাঙ্কিংয়ের শীর্ষেও পৌঁছেছিলেন তানভি।



অনূর্ধ্ব ১৬ স্তরে তানভি ভারতের এক নম্বর টেনিস খেলোয়াড় ছিলেন।



জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেনও খেলেছেন তিনি।



তবে সেই পেশা ছেড়ে টিভি সঞ্চালিকা হিসাবে নিজের কেরিয়ার গড়েন তরুণী।



আবু ধাবি টি-১০ লিগ, আইসিসি টুর্নামেন্ট থেকে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মতো টুর্নামেন্টে তাঁকে দেখা গিয়েছিল।



এবার টাইটান্সের হয়ে সঞ্চালনা করে নিজের ব্যক্তিত্বে আলাদা ছাপ রাখতে সক্ষম হয়েছেন তানভি।



ইনস্টাগ্রামে প্রায় তিন লাখের কাছাকাছি ফলোয়ার কিন্তু তাঁর জনপ্রিয়তারই পরিচয়বাহী।