ক্রিকেট আর বলিউডের মেলবন্ধন বরাবরই চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠে। হরভজন সিংহ এবং গীতা বাসরার ক্ষেত্রেও বিষয়টা এমনই।



একজন তারকা ভারতীয় ক্রিকেটার, আরেকজন বলিউড অভিনেত্রী। দুইজনের প্রেমকাহিনিও কিন্তু বেশ মজাদার।



গিতাকে প্রথমবার এক গানের ভিডিওতে দেখেন হরভজন সিংহ এবং প্রথম দেখাতেই তাঁকে ভাজ্জুর পছন্দ হয়।



গীতার নম্বর পাওয়ার জন্য, তাঁর সঙ্গে কথা বলার জন্য চেষ্টা করতে থাকেন হরভজন এবং খানিক সময় পরে সাফল্যও পান তিনি।



হরভজন মেসেজ করে গীতাকে কফি ডেটে যাওয়ার কথা বললেও, গীতা তা প্রত্যাখান করেন।



তবে রিপোর্ট অনুযায়ী আইপিএলের সুবাদেই তাঁরা কাছাকাছি আসেন।



গীতা আইপিএলের ম্যাচ দেখতে যাবেন ঠিক করলেও, টিকিট পাচ্ছিলেন না। তখনই হরভজন তাঁর মদত করেন।



তৎকালীন আইপিএল খেলা হরভজন গীতার জন্য টিকিটের আয়োজন করেন ভাজ্জু এবং শুরু হয় তাঁদের কাহিনি।



বন্ধুত্ব ভালবাসায় বদলায়। আট বছর ডেট করার পর দুইজনে ২৯ অক্টোবর, ২০১৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন।



দুইজনের আপাতত দুই সন্তান রয়েছে। তাঁরা বেশ সুখে, শান্তিতেই ,সংসারও করছেন।