আইপিএল চ্যাম্পিয়ন
abp live

আইপিএল চ্যাম্পিয়ন

গতবার তাঁর নেতৃত্বেই আইপিএল ট্রফি জিতেছিল কলকাতা নাইট রাইডার্স

ছেড়ে দিয়েছে কেকেআর
abp live

ছেড়ে দিয়েছে কেকেআর

শ্রেয়স আইয়ারকে এবার আর রিটেন করেনি বা নিলাম থেকে কেনেনি নাইট শিবির

নতুন দল পাঞ্জাব কিংস
abp live

নতুন দল পাঞ্জাব কিংস

নিলাম থেকে ২৬ কোটি ৭৫ লক্ষ টাকা দিয়ে শ্রেয়সকে কিনেছে পাঞ্জাব কিংস

প্রীতির দলের সারথি
abp live

প্রীতির দলের সারথি

রবিবার শ্রেয়সকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে প্রীতি জিন্টার দল পাঞ্জাব

রেকর্ডবুকে শ্রেয়স

আইপিএলের ইতিহাসে নাম তুলে ফেললেন শ্রেয়স

মাইলফলক গড়লেন

শ্রেয়সই প্রথম ভারতীয় ক্রিকেটার যিনি ৩টি পৃথক আইপিএল দলের অধিনায়ক হলেন

নেতৃত্বের হ্যাটট্রিক

পাঞ্জাবের আগে দিল্লি ক্যাপিটালস ও কেকেআরের অধিনায়কত্ব করেছেন শ্রেয়স

দামেও নজির

আইপিএলের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দাম পাওয়া ক্রিকেটার শ্রেয়স, ঋষভ পন্থের ঠিক পরেই স্থান

চতুর্থ অধিনায়ক

সব মিলিয়ে আইপিএলের চতুর্থ অধিনায়ক হিসাবে তিন দলের দায়িত্বে শ্রেয়স

আগে কারা?

শ্রেয়সের আগে আইপিএলে ৩ দলের নেতৃত্ব দিয়েছেন কুমার সঙ্গকারা, মাহেলা জয়বর্ধনে ও স্টিভ স্মিথ