কোহলি দ্বিতীয়, আইপিএলে সবচেয়ে বেশি দামে রিটেন হলেন কোন তারকা?
abp live

কোহলি দ্বিতীয়, আইপিএলে সবচেয়ে বেশি দামে রিটেন হলেন কোন তারকা?

Published by: ABP Ananda
বিরাট কোহলিকে আরসিবি ফের একবার রিটেন করেছে, তিনি চুক্তি শেষে দুউ দশক আরসিবিতে খেলে ফেলবেন
abp live

বিরাট কোহলিকে আরসিবি ফের একবার রিটেন করেছে, তিনি চুক্তি শেষে দুউ দশক আরসিবিতে খেলে ফেলবেন

কোহলিকে ২১ কোটির বিরাট দামে রিটেন করা হলেও, এটা কিন্তু রিটেন হওয়া তারকাদের মধ্যে সর্বোচ্চ বেতন নয়
abp live

কোহলিকে ২১ কোটির বিরাট দামে রিটেন করা হলেও, এটা কিন্তু রিটেন হওয়া তারকাদের মধ্যে সর্বোচ্চ বেতন নয়

সেই কৃতিত্বের অধিকারী গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়রাবাদের হেনরিখ ক্লাসেন
abp live

সেই কৃতিত্বের অধিকারী গত বারের রানার্স আপ সানরাইজার্স হায়রাবাদের হেনরিখ ক্লাসেন

abp live

২৩ কোটিতে রিটেন হওয়া ক্লাসেন আইপিএল থেকে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ বেতন বাড়ি নিয়ে যাবেন

abp live

অপরদিকে, লখনউ ফ্র্যাঞ্চাইজি অধিনায়ক কেএল রাহুলকে ছেড়ে দিয়ে পুরানকে সর্বোচ্চ ২১ কোটিতে রিটেন করেছে

abp live

অনেক জল্পনা কল্পনা ছিল তাঁর ভবিষ্যৎ নিয়ে, কিন্তু মুম্বই ইন্ডিয়ান্স নিজেদের সর্বাধিক ১৮ কোটি টাকায় যশপ্রীত বুমরাকে ধরে রেখেছে

abp live

বুমরার মতোই রুতুরাজ গায়কোয়াড়কেও ১৮ কোটি টাকাতে তাঁর ফ্র্যাঞ্চাইজি রিটেন করেছে

abp live

সেই একই তালিকায় রয়েছে রাজস্থান রয়্যালসের অতীত এবং সম্ভাব্য বর্তমান অধিনায়ক সঞ্জু স্যামসনও

abp live

গুজরাতের অধিনায়ক শুভমন গিল নিজের দাম কমিয়েছেন, ফলে রশিদকে ১৮ কোটিতে রিটেন করতে পেরেছে গুজরাত