বিরাট কোহলির আইপিএল না জেতার কথা সবাই জানেন, তিনি ২৪৫ ম্যাচ খেলে ফেলেছেন বিরাটের প্রাক্তন সতীর্থ ডি ভিলিয়ার্স ১৮৪ ম্যাচ খেলেও খেতাব জেতেননি ১৬০ ম্যাচ খেলা সঞ্জু স্যামসন আইপিএলজয়ী একাধিক দলের হয়ে খেললেও খেতাব জেতেননি ১৪৪ ম্যাচ খেলা অক্ষরের ভাগ্যেও আইপিএল জেতার কৃতিত্ব নেই পঞ্চম স্থানে ১৪২ আইপিএল ম্যাচ খেলা 'ইউনিভার্স বস' ক্রিস গেল ময়ঙ্ক আগরওয়াল ১২৬ ম্যাচ খেলে এই তালিকায় রয়েছেন আরেক কর্ণাটক ব্যাটার কেএল রাহুলের ক্ষেত্রে ম্যাচের সংখ্যাটা ১২৫ অষ্টম স্থানে যুগ্মভাবে রয়েছেন দুই বোলার সন্দীপ শর্মা ও প্রবীণ কুমার দুই ফাস্ট বোলারই ১১৯টি আইপিএল ম্যাচ খেলে ফেললেও খেতাব জিততে পারেননি তালিকায় দশে কেকেআর প্রাক্তনী মনদীপ সিংহ, তিনি ১১১ ম্যাচ খেলেও খেতাব জিততে পারেননি