শ্বশুরবাড়ির সঙ্গে দূরত্ব বাড়ছে ঐশ্বর্য্য রাই বচ্চনের? জলসা ছেড়ে বাপের বাড়িতে থাকছেন তিনি? সদ্য প্রকাশ্যে আসা কিছু ছবি উস্কে দিয়েছে সেই জল্পনাই, দীপাবলি ও জন্মদিন নাকি মায়ের সঙ্গেই কাটিয়েছেন ঐশ্বর্য্য সদ্য জন্মদিন গিয়েছে ঐশ্বর্য্য রাই বচ্চনের। সেখানে সোশ্যাল মিডিয়ায় কোনও শুভেচ্ছা দেখা যায়নি অমিতাভের তরফে। এরপরে জন্মদিন গিয়েছে আরাধ্যারও, সেই জন্মদিনেও অমিতাভ বা অভিষেকের তরফে কোনও শুভেচ্ছা দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায়। দীপাবলির সময় শ্বশুরবাড়িতে ছিলেন না ঐশ্বর্য্য বরং মেয়েকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি জন্মদিনেও নিজের মা ও একটি স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে পালন করতে দেখা গেল নীলনয়না এই বলি নায়িকাকে। নিজের ব্যক্তিগত জীবন বরাবরই পর্দার আড়ালে রেখেছেন ঐশ্বর্য্য তবে সদ্য এই সমস্ত ঘটনা উস্কে দিয়েছে জল্পনা এর আগেও একাধিকবার বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল অভিষেক-ঐশ্বর্য্যর। তবে তাতে সিলমোহর পড়েনি কখনোই। অনুরাগীদের প্রার্থনা.. এই জল্পনাও যাতে মিথ্যেই হয়। একসঙ্গে থাকেন অভিষেক-ঐশ্বর্য্য