উরফি জাভেদ তাঁর অন্য ধরনের পোশাক পরিচ্ছদের জন্য ইতিমধ্যেই বেশ বিখ্যাত। কিন্তু কেন তাঁর এমন ধরনের পোশাকের বাছাই? সোশ্যাল মিডিয়ায় অজস্র ট্রোলের শিকার হন তিনি। তবে কোনও মন্তব্যই তাঁকে দমাতে পারেনি। 'বিগ বস ওটিটি' থেকে খ্যাতি পাওয়া উরফি প্রথম নজর কাড়েন আবর্জনা ফেলার ব্যাগ দিয়ে তৈরি পোশাক পরে। তাঁর সৃষ্টির ক্ষমতা, ক্রিয়েটিভিটি বেশ প্রশংসিত হয়। সেই থেকেই তাঁর পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার শুরু। এক সাক্ষাৎকারে উরফি স্বীকার করে নেন তিনি 'অ্যাটেনশন' অর্থাৎ লোক নজরে থাকতে পছন্দ করেন। চর্চায় থাকার কারণেই তিনি এমন নানা ধরনের জিনিস নিয়ে পোশাক তৈরি করে পরেন যা সাধারণ মানুষ কখনও ভাবতেও পারেন না। তিনি এও জানান যে এখনও পর্যন্ত তিনি পর্যাপ্ত খ্যাতি, সম্মান বা কাজের সুযোগ কোনওটাই পাননি। উরফির মনে করেন তাঁকে কেউ সম্মান করেন না এবং তাঁর সঙ্গে কাজ করতে পছন্দ করেন না বা কাজ করার কথা ভাবেন না। ট্রোল হলে দুঃখ পান উরফি, কিন্তু তা খুবই ক্ষণস্থায়ী। উরফির মতে তাঁর রাগ দুঃখ সবই ৫ থেকে ১০ মিনিট চলে যায়। এর থেকে বেরিয়ে নিজেকে অনুপ্রাণিত রাখতে উরফি নিজেকে বোঝান যাঁরা ট্রোল করেন তাঁরা 'অখুশি মানুষ' এবং নিজেকে আকর্ষণীয় বলেই মনে করেন।