দীর্ঘদিন পরে ধারাবাহিকে ফিরছেন অর্জুন চক্রবর্তী, 'অনুরাগের ছোঁয়া'-র গল্পে ফিরছেন তিনি। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে দীপার স্কুলের এক বন্ধুর ভূমিকায় দেখা যাবে তাঁকে। দীর্ঘদিন পরে বিদেশ থেকে ফিরেছেন তিনি। ধারাবাহিকে নিজস্ব ভূমিকাতেই দেখা যাবে তাঁকে, সেখানেও তাঁর নাম হয়েছে অর্জুন চক্রবর্তী। সিনেমা ও ওয়েব সিরিজের পাশাপাশি নিয়মিত অভিনয়ের জন্যই ধারাবাহিককে বেছেছেন অর্জুন তবে অর্জুন জানিয়েছেন, তাঁর কোনও আক্ষেপ নেই। সুযোগ পেলে সিনেমা ও সিরিজেও অভিনয় করবেন ধারাবাহিকের সঙ্গে সঙ্গে। চলতি ধারাবাহিকে এসেও বাড়তি চাপ অনুভব করছেন না অর্জুন, তাঁর চিন্তা কেবল নিজের চরিত্র নিয়েই। অর্জুনের কথায় আমার চরিত্র ভাল লাগছে কি না সেই উত্তর দেবে টিআরপি। সামনেই দেবী চৌধুরানী সিনেমায় রঙ্গরাজের ভূমিকায় দেখা যাবে অর্জুনকে। ধারাবাহিক, সিনেমা, ওয়েব সিরিজ.. এই ৩টি মাধ্যমের মধ্যে অর্জুনের কাছে এখনও নস্ট্যালজিক ছোটপর্দাই