প্রেমের মাসের আগেই সোশ্যাল মিডিয়ায় প্রেম স্বীকার দিতিপ্রিয়া রায়ের? প্রেমিকও টলিউডেরই মানুষ? সোশ্যাল মিডিয়ার দেওয়ালে, এক্কেবারে খোলাখুলি, 'প্রেমিক'-এর সঙ্গে খুনসুটির ছবি দিয়ে দিতিপ্রিয়ার কথা, 'ইটস অফিশিয়াল' যাঁর সঙ্গে দিতিপ্রিয়া ছবি দিয়েছেন, তিনিও পর্দার যথেষ্ট পরিচিত মুখ। সুহোত্র মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় অভিনেতা অভিনেত্রীর এমন আদুরে ছবি দেখে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যা। সম্পর্কে বিষয়ে এক সুর দিতিপ্রিয়া আর সুহোত্রর গলায়, বললেন, 'ক্রমশ প্রকাশ্য সূত্রের খবর, এই জুটি বাস্তব নয়, পর্দায়। নতুন ওয়েব সিরিজে জুটি হিসেবে দেখা যাবে দিতিপ্রিয়া আর সুহোত্রকে সিরিজের নাম 'ডাকঘর'। ইতিমধ্যেই সিরিজের শ্যুটিং শেষ হয়ে গিয়েছে। খুব তাড়াতাড়ি প্রকাশ্যে আসবে সিরিজ মুক্তির দিনও। 'হইচই'-তে দেখা যাবে এই সিরিজ।