সব ফল ফ্রিজে রাখা উচিত নয়

কলা

ফ্রিজে রাখলে কালো হয়ে যায়

কলার গোড়া থেকে ইথিলিন গ্যাস নির্গত হয়

তরমুজ

এই ফল কেটে ফ্রিজে রাখা ঠিক নয়

এভাবে ফ্রিজে রাখলে অ্যান্টি অক্সিডেন্ট খারাপ হয়ে যায়

আপেল

এঞ্জাইমসের কারণে এই ফল দ্রুত পেকে যায়

আপেল রাখতে হলে কাগজে জড়িয়ে রাখুন

আম

ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় অ্যান্টি অক্সিডেন্ট

এরফলে আমের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়

লিচু

ফ্রিজে ভেতর থেকে খারাপ হয়ে যায়