মহাকাশে ভেঙে পড়ল ইসরো-র নজরদারি উপগ্রহ-যান GSLV-F10
আজ ভোর ৫টা ৪৩ মিনিটে GSLV-F10-এ চড়ে মহাকাশে রওনা দেয় উপগ্রহ EOS-03
অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধবন স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হয়
কিন্তু উৎক্ষেপণের ১৫ মিনিট পর যাত্রার তৃতীয় স্তরে ভেঙে পড়ে এই উপগ্রহ
ভেঙে পড়ার আগে নির্দিষ্ট রাস্তা কিছুটা সরে যায় উপগ্রহ-যান GSLV-F10
মহাকাশ থেকে শত্রুপক্ষের ওপর নজরদারিতে সক্ষম ছিল এই উপগ্রহ
উৎক্ষেপণের তারিখ গত একবছর ধরে ক্রমেই পিছিয়েছে ইসরো
প্রথম ও দ্বিতীয় পর্যায় ঠিক ছিল, গণ্ডগোল বাধে তৃতীয় পর্যায়ে এসে
উৎক্ষেপণের ৪ মিনিট ৫৫ সেকেন্ড পর চালু হওয়ার কথা ছিল তৃতীয় স্টেজের
কিন্তু, ক্রায়োজেনিক আপার স্টেজ ইঞ্জিন চালু না হওয়ায় রকেট পথ হারিয়ে ফেলে