২০০৯ সালে বলিউডে পা রেখে তিনি কাটিয়ে ফেললেন ১৩ বছরেরও কিছু বেশি সময়। জ্যাকলিন ফার্নান্ডেজ। আজ তাঁর জন্মদিন। শ্রীলঙ্কা থেকে মায়ানগরী, কেরিয়ারের প্রথম দিকে তিনি ভেবেছিলেন, রুপোলি পর্দা নয়, সাংবাদিকতাই কেরিয়ার হতে পারে তাঁর। ১৯৮৫ সালে শ্রীলঙ্কার বাহরিনে জন্ম হয় জ্যাকলিনের। স্কুলজীবন শেষ করে সিডনি বিশ্ববিদ্যালয় থেকে গণজ্ঞাপন (Mass Communication) পড়েছিলেন জ্যাকলিন। কিছুদিন তিনি টেলিভিশন সাংবাদিক হিসেবে কাজ করেন তিনি। এরপরে জ্যাকলিন মডেলিং-এর দুনিয়ায় পা রাখেন। এরপর, ২০০৬ সালে মিস ইউনিভার্স শ্রীলঙ্কা (Miss Universe Sri Lanka)-র খেতাব জিতে নেন তিনি। ২০০৯ সালে আলাদীন ছবির হাত ধরে বলিউডে পা রাখেন জ্যাকলিন। ছবিটি ছিল সুজয় ঘোষের। ছোটবেলায় হলিউড তারকা হওয়ার স্বপ্ন দেখতেন জ্যাকলিন। অভিনয় শিক্ষাও নেন তিনি। কেবল অভিনয় নয়, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত থাকেন জ্যাকলিন। করোনার সময় বহু দুঃস্থ মানুষদের মুখে খাবার তুলে দিয়েছেন জ্যাকলিন। পশুপাখিদের ক্ষেত্রেও তিনি একইরকম দয়ালু। এই কারণেই পেটা ইন্ডিয়া তাঁকে ২০১৪ সালে ওম্যান অফ দ্য় ইয়ার হিসাবে অভিহিত করা হয়। ২০২১ সালে আর্থিক তছরুপের মামলায় জড়িয়ে যায় জ্যাকলিনের নাম।