জনধন অ্যাকাউন্ট থাকলে আপনার জন্য রয়েছে সুখবর। আপনিও যদি এই সরকারি অ্যাকাউন্ট খুলে থাকেন, তাহলে প্রতি মাসে ৩০০০ টাকার সুবিধা পাবেন।

এই সরকারি প্রকল্পের নাম প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনা। এই প্রকল্পের আওতায় প্রাপ্ত অর্থ পেনশন আকারে দেওয়া হয়।

১৮ বছর থেকে ৪০ বছরের ব্যক্তি কেন্দ্রীয় সরকারের মানধন প্রকল্পে অংশ নিতে পারেন।৬০ বছর ছুঁলেই স্কিমের অর্থ অ্যাকাউন্টে পাঠায় সরকার।

এই স্কিমের আওতায় বছরে ৩৬,০০০ টাকা স্থানান্তর করা হয় প্রতি বছর।

অসংগঠিত ক্ষেত্রে কর্মরত ব্যক্তিরাই এই প্রকল্পের সুবিধা পাবেন।

রাস্তার বিক্রেতা, মিড-ডে মিল শ্রমিক, হেড লোডার, ইট ভাটার শ্রমিক, মুচি, , পরিচারক, ধোপা, রিকশাচালক, ভূমিহীন শ্রমিকরা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।

মনে রাখবেন, আপনার মাসিক আয় ১৫,০০০ টাকার কম হলেই আপনি প্রকল্পের সুবিধা নিতে পারেন।

এই প্রকল্পের সুবিধা নিতে আপনার একটি আধার কার্ড থাকতে হবে। এছাড়াও আপনার জনধন অ্যাকাউন্ট থাকাও প্রয়োজন।

এই প্রকল্পের আওতায় বিভিন্ন বয়স অনুসারে প্রতি মাসে ৫৫ থেকে ২০০ টাকা প্রিমিয়াম জমা দিতে হবে।

১৮ বছর বয়সে স্কিমে যোগ দিলে মাসে ৫৫ টাকা দিতে হবে। ৩০ বছর বয়সীদের ১০০ টাকা ও ৪০ বছর বয়সীদের ২০০ টাকা দিতে হবে এই স্কিমে।