কিশোর বয়সেই বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ। ছোট্ট এলন এলেন বাবার সঙ্গে। পাইলট বাবার হাত ধরেই স্বপ্নের উড়ানে পাড়ি দেওয়া।

১২ বছর বয়সে ভিডিও গেমের কোড তৈরি। যা ৫০০ ডলারে বিক্রি করেছিলেন মাস্ক। সেই থেকেই লক্ষ্মীলাভ শুরু।

১৯৯৭ সালে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি । পরবর্তীকালে ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে ভর্তি হন।

যদিও মাত্র দুদিনেই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান তিনি। লক্ষ্য ছিল অন্যকিছু, সাধারণের থেকে আলাদা। তাই আজ ট্যুইটারের মালিক মাস্ক।

বিশ্ববিদ্যালয়ে গেলেও পদার্থবিদ্যা বা ফিজিক্সের থেকে ইন্টারনেটে সমাজ পরিবর্তনের সম্ভাবনা বেশি দেখেছিলেন তিনি।

রাতারাতি ইন্টারনেট স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নেন ট্যুইটারের মালিক।

Zip2 নামে একটি কোম্পানি শুরু করেন তিনি। পরবর্তীকালে বেড়েই চলে তাঁর কোম্পানির সংখ্যা। যাতে হাত দিচ্ছিলেন ফলছিল সোনা।

বিশ্বকে নতুন কিছু দেওয়ার জন্য সবসময় এক ধাপ এগিয়ে থেকেছেন তিনি। সেই থেকে জন্ম নিয়েছে ইলেকট্রিক গাড়ির প্রতি তাঁর আগ্রহ।

এক সময় পৃথিবীর পাশাপাশি মহাকাশ নিয়ে শুরু হয় তাঁর আগ্রহ। 2003 সালে রকেট কিনতে রাশিয়ায় পৌঁছন মাস্ক।

রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করলেন মাস্ক। এক বছরের মধ্যে নিজের রকেট তৈরি ফেলেন এই ধনকুবের। তৈরি করেন নিজের স্পেসএক্স কোম্পানি।