সব ছবি বড় পর্দার জন্য নয়, মনে করেন শাহিদ কাপুর। কিছু বিশেষ ধরনের গল্পের জন্য ওটিটি-ই ভাল, মনে করেন বলি তারকা। 'কফি উইথ কর্ণ'-এ ব্যাপারে অকপট কথাও বলতে শোনা গিয়েছে শাহিদকে। শাহিদের শেষ ছবি বক্স অফিসে ভাল সাড়া ফেলতে পারেনি। বলি-তারকার মন্তব্য, 'ছবির জগৎ বদলে গিয়েছে। আমরা যে ধরনের ছবি বড় পর্দার জন্য় ভাবি, হয়তো তা বড় পর্দার উপযুক্ত নয়।' তাঁর মতে, কোন ছবি বড় পর্দায় চলতে পারে সেটা নিয়ে আরও ভাবনাচিন্তা জরুরি। হালেই কিয়ারা আদবানির সঙ্গে 'কফি উফ কর্ণ'-এ দেখা গিয়েছে শাহিদকে। 'কবীর সিং' ছবিতে কিয়ারার সঙ্গে শাহিদের জুটি তোলপাড় ফেলে দিয়েছিল ২০১৯ সালে। কাজের ক্ষেত্রে, শাহিদকে আলি আব্বাস জাফরের পরবর্তী অ্যাকশন ফিল্মে দেখা যাবে যেটির ডিজিটাল প্রিমিয়ার হওয়ার কথা। কিয়ারার হাতে দুটি ছবি। একটি কার্তিক আরিয়ান ও অন্যটি রাম চরণের সঙ্গে।