গাঢ় নীল পোশাক আর ন্যুড মেকআপ, মুম্বইয়ের একটি গাড়ি লঞ্চের অনুষ্ঠানে হাজির করিনা কপূর। চল্লিশ পেরিয়েও ঈর্ষণীয় করিনা কপূরের ফিটনেস। তৈমুর ও জাহাঙ্গির, দুই সন্তান রয়েছে তাঁর। নিয়মিত যোগ্যভ্যাস করেন করিনা। কেবল গাড়ি লঞ্চ নয়, এদিন মার্জার সরণীতেও হাঁটেন করিনা। তাঁর স্টাইল স্টেটমেন্ট ছিল লক্ষ্যনীয়। গাঢ় নীল প্যান্ট শার্টের সঙ্গে পনিটেল করেছিলেন করিনা। পায়ে ছিল সাদা স্নিকার্স। সদ্য মুক্তি পেয়েছে করিনা কপূরের নতুন ছবি লাল সিং চড্ডা। যদিও এই ছবি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় বয়কটের দাবি ওঠে। তবে অনেকেই মনে ধরেছে করিনা ও আমিরের রসায়ন। লাল সিং চড্ডা কেবল জীবনী নয়, এই ছবির মধ্যে রোম্যান্টিসিজমও রয়েছে। কাজের পাশাপাশি শরীরের দিকেও নজর রাখেন করিনা। নিয়মিত যোগভ্যাস, ডায়েট মেনে চলেন করিনা। কিছুদিন আগেই পশ্চিমবঙ্গে এসেছিলেন করিনা, দার্জিলিংয়ে শ্যুটিং করছিলেন তিনি। কেবল যোগভ্যাস নয়, অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কথোপকথনও করেন করিনা।