২২ গজে যেন জ্যামিতি এঁকে ফেলা লাইন-লেংথ। অস্ত্র বিষাক্ত ইনস্যুইং।

ঘরোয়া ক্রিকেটে ৫০০-র বেশি উইকেট জাভাগাল শ্রীনাথের।

২০ বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রিও রয়েছে মাইসোর এক্সপ্রেসের।

ভারতের হয়ে ২২৯ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৩১৫ উইকেট রয়েছে শ্রীনাথের ঝুলিতে।

ওডিআই-র বিচারে ভারতীয় বোলারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শ্রীনাথের। অনিল কুম্বলের (৩৩৭) ঠিক পরেই।

১৯৮৯-৯০ মরশুমে কর্নাটকের হয়ে হায়দরাবাদের বিরুদ্ধে ঘরোয়া ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই করেছিলেন হ্যাটট্রিক।

১৯৯২, ১৯৯৬, ১৯৯৯ ও ২০০৩ ক্রিকেট বিশ্বকাপে খেলে ঝুলিতে ৪৪ উইকেট।

দেশের জার্সিতে ৬৭ টেস্টেও খেলেছেন জাভাগাল শ্রীনাথ।

যার মধ্যে ১২ বার প্রথম পাঁচে ব্যাটও করতে নেমেছেন। টেস্টে সর্বোচ্চ ৭৬ রান।

২০০৬ থেকে আইসিসি ম্যাচ রেফারি হিসেবে কাজ করা জাভাগাল শ্রীনাথ ১৯৯৬ সালে পেয়েছেন অর্জুন পুরস্কার।