পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করলেন পিয়া চক্রবর্তী। অনেকেই তাঁকে চেনেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হিসেবে। তবে পরমব্রত বা অনুপমের নামে নয়.. পিয়ার ব্যক্তিগত জীবন, কাজ তাঁর নিজের পরিচয় তৈরি করার জন্য যথেষ্ট। পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী। বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয় নিয়ে সারাবাছর কাজ করেন পিয়া। এর পাশাপাশি, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন পিয়া, তিনি সুবক্তাও। একাধিকবার পিয়া বিভিন্ন শাড়ির বিজ্ঞাপনী ফটোশ্যুটও করেছেন। করোনাকালে সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন পিয়া, মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন ত্রাণ নিয়ে। পিয়া নিজের পরিচয় দেন গভীরভাবে রাজনৈতির মানুষ ও নারীবাদী বলে। গ্রেটার নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়া।