ABP Ananda


পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে নতুন জীবন শুরু করলেন পিয়া চক্রবর্তী। অনেকেই তাঁকে চেনেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী হিসেবে।


ABP Ananda


তবে পরমব্রত বা অনুপমের নামে নয়.. পিয়ার ব্যক্তিগত জীবন, কাজ তাঁর নিজের পরিচয় তৈরি করার জন্য যথেষ্ট।


ABP Ananda


পিয়া একজন মানসিক স্বাস্থ্যকর্মী। বিভিন্ন সাইকোলজিক্যাল বিষয় নিয়ে সারাবাছর কাজ করেন পিয়া।


ABP Ananda


এর পাশাপাশি, বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত রয়েছেন পিয়া, তিনি সুবক্তাও।


ABP Ananda


একাধিকবার পিয়া বিভিন্ন শাড়ির বিজ্ঞাপনী ফটোশ্যুটও করেছেন।


ABP Ananda


করোনাকালে সমাজসেবার কাজে ঝাঁপিয়ে পড়েছিলেন পিয়া, মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন ত্রাণ নিয়ে।


ABP Ananda


পিয়া নিজের পরিচয় দেন গভীরভাবে রাজনৈতির মানুষ ও নারীবাদী বলে।


ABP Ananda


গ্রেটার নয়ডার শিব নাডার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়া।