'বিগ বস'-এর ঘরে এসেই অঙ্কিতা লোখণ্ডে ও ভিকি জৈনের সম্পর্কে সমস্যা লেগেই রয়েছে। এর মধ্যেই তাঁদের পরিবারে নতুন অতিথি? সম্প্রতি, অঙ্কিতাকে বলতে শোনা গিয়েছিল, তাঁর নাকি পিরিয়ডস হয়নি। আর সেই কারণেই, প্রেগন্যান্সি টেস্ট করেছেন তিনি। তবে এই খবরের পরেও শুধরোয়নি ভিকি ও অঙ্কিতার সম্পর্ক। সদ্য চরম ঝগড়া হয়েছিল তাঁদের মধ্যে। সেই ঝগড়াতেই অঙ্কিতাকে দেখা যায় ভিকির দিকে চটি ছুঁড়ে মারতে। 'বিগ বস'-এর এই খেলায় অঙ্কিতার থেকে বেশি নজর কেড়েছেন ভিকিই সম্প্রতি 'বিগ বস'-এর ঘরে ভিকির মায়ের থেকেও ধমক খান অঙ্কিতা। ভিকির সঙ্গে নাকি অত্যাধিক খারাপ ব্যবহার করছেন তিনি। অঙ্কিতার মা তাঁকে পরামর্শ দেন, ভিকির সঙ্গে জুটি বেঁধে খেলতে। তবে ভিকি-অঙ্কিতার সম্পর্ক দেখে অনেকেরই মনে হয়েছে তা একেবারে তলানিতে। অন্যদিকে অঙ্কিতার মুখে বারে বারে শোনা গিয়েছে সুশান্তের কথা। অনেকে মনে করছেন, সুশান্তের কথা বলেই সমবেদনা টানতে চাইছেন অঙ্কিতা সূত্রের খবর অঙ্কিতার প্রেগন্যান্সি রিপোর্ট নেগেটিভ এসেছে। অর্থাৎ এখনই মা হচ্ছেন না তিনি। নিজের প্রেগন্যান্সি রিপোর্ট নিয়ে অবশ্য এখনও মুখ খোলেননি অঙ্কিতা, স্বামীর সঙ্গেও কোনও কথা বলতে দেখা যায়নি তাঁকে। অন্যদিকে, অঙ্কিতার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য সলমনের থেকে ধমক খেয়েছেন ভিকিও।