জিন্সের প্যান্টের প্রতি আগ্রহী সকলেই সবাই কমবেশি জিন্স বা ডেনিমের প্যান্ট পরে থাকেন কিন্তু এই কতদিন পরপর পরিষ্কার করা বা ধোয়া উচিত? এটা আমাদের সেভাবে ভাবনায় থাকে না! অনেকে হয়তো সপ্তাহে ৩-৪ দিন আবার অনেকে একদিন জিন্সের প্যান্ট পরিষ্কার করেন তবে সপ্তাহে একবার জিন্স ধোয়া কি আদৌ ঠিক? কানাডার আলবের্তা বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় বলা হয়েছে সপ্তাহে কেন মাসেও একবার জিন্স ধোয়া উচিত নয় এতে ডেনিমের প্যান্টের আয়ু কমতে থাকে জিন্সে ব্যাকটেরিয়া বা জীবাণুর প্রবেশ ঘটে কম যখন জিন্স পরিষ্কার করবেন তখন অবশ্যই ঠান্ডা জল ব্যবহার করবেন