ক্যাপ্টেন ধোনির প্রত্যাবর্তন, জয়ে ফিরল চেন্নাই সুপার কিংসও

জাডেজার চাপ কমিয়ে নেতৃত্বে ফের ধোনি, ছন্দে সিএসকে

মরসুম শুরুর আগে নেতৃত্বভার তুলে দিয়েছিলেন জাডেজার হাতে

কিন্তু দল একেবারেই ভাল পারফর্ম করেনি, ৮ ম্যাচ

এই মরসুমে ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচই হেরে বসে ধোনিরা

অবশেষে সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ফের নেতৃত্বে ব্যাটন নিয়ে মাঠে এমএস

ধোনি ক্যাপ্টেন হতেই সমর্থকদের উন্মদনাও চোখে পড়ার মত

প্রথমে ব্য়াট করে ২০২ রান বোর্ডে তুলে নিয়েছিল চেন্নাই

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৯ রানই বোর্ডে তুলতে পারে হায়দরাবাদ

৯ ম্যাচে তিনটে জয়, প্লে অফের দৌড়ে চেন্নাইও