বর্তমানে কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দিচ্ছে শিশু ও টিনএজারদের মধ্যেও গবেষকরা জানাচ্ছেন, গত ২০ বছরের তুলনায় টিনএজারদের মধ্যে এই সমস্যা অনেক বেশি দেখা দিচ্ছে কিডনিতে পাথর জমার সমস্যা প্রতিরোধ করতে প্রতিদিনের খাবারের তালিকায় রাখতে হবে টাটকা ফল ও সব্জি অত্যধিক পরিমাণে মাংস খেলে তার ক্ষতিকর প্রভাব পড়ে কিডনিতে, আর তার ফলস্বরূপ দেখা দিতে পারে পাথর প্রসেসড ফুড, জাঙ্ক ফুডের প্রতি টিনএজারদের আগ্রহ বেশি থাকে, এর কারণেও কিডনিতে পাথর জমার সমস্যা হয় বলে মত বিশেষজ্ঞদের চিপস, ফ্রাইজ এবং আরও অন্যান্য নোনতা খাবারের কারণে কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে যদি এই সমস্যা দেখা দেয়, তাহলে শিশুর মধ্যেও এই অসুখের সম্ভাবনা থাকে শিশু বয়সে যদি কিডনিতে পাথর জমার সমস্যা দেখা দেয় তাহলে দ্রুত চিকিৎসা শুরু করলে তা প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যেতে পারে বিশেষজ্ঞদের মতে, কিডনিতে পাথর জমার সমস্যা জিনগত কারণে কিংবা অস্বাস্থ্যকর লাইফস্টাইল ও খাদ্যাভ্যাসের কারণেও হতে পারে কপিতে উল্লেখিত দাবি, পদ্ধতি পরামর্শস্বরূপ। প্রয়োজনীয় চিকিৎসাপদ্ধতি ফলো করার জন্য অবশ্যই চিকিৎসকের সঙ্গে কথা বলুন