সায়ন্তন মুখোপাধ্যায়ের ছবি 'ঝরা পালক'-এ লাবণ্যপ্রভা দাশের চরিত্রে অভিনয় করছেন জয়া আহসান।

জীবনানন্দ দাশের জীবন আধারিত এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ব্রাত্য বসু।

এই প্রথম রুপোলি পর্দায় ব্রাত্য বসুর সঙ্গে জুটি বাঁধলেন জয়া আহসান।

জয়া বলেছেন, ব্রাত্য বসুর মতো অভিনেতার সঙ্গে কাজ করা সবসময়েই শিক্ষণীয়।

জীবনানন্দ দাশের যৌবনের অংশবিশেষের অভিনয় করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

জয়া বলছেন, 'জীবনানন্দ দাশকে নিয়ে কথা বলতে গেলেই লাবণ্যপ্রভা দাশের নাম আসবেই। এই চরিত্র নিয়ে বিতর্ক রয়েছে'

জয়া বলছেন, 'মানুষের দোষ গুণ দুইই তো চলচ্চিত্রে দেখানোর রীতি। এই ছবিও তার বাইরে নয়।'

ছোটবেলা থেকেই জীবনানন্দ দাশের কবিতার বই পড়তেন বলে জানিয়েছেন জয়া।

এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন দেবশঙ্কর হালদার।

জীবনানন্দ দাশের জীবনের বিভিন্ন ওঠাপড়াকে দেখানো হয়েছে এই ছবিতে।