রুপোলি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রকুলপ্রীত সিংহ, হিন্দি ছবির পাশাপাশি তাঁকে দক্ষিণী ছবিতেও চুটিয়ে অভিনয় করতে দেখা যায় কখনও এনটিআর জুনিয়রের বিপরীতে অভিনয় করেন, কখনও আবার জুটি বাঁধেন অজয় দেবগনের সঙ্গে ছবির জগতে বেশ কয়েক বছর কাটিয়ে ফেললেন রকুলপ্রীত সিংহ, তাঁর কেরিয়ারের ইতিমধ্যেই একাধিক জনপ্রিয় ছবির নাম জুড়ে গিয়েছে মিষ্টি হাসি, দক্ষ অভিনয় দিয়ে খুব সহজেই দর্শকের মন জিতে নেন রকুল 'ইয়ারিয়া' ছবি দিয়ে বলিউডে পা রাখেন রকুলপ্রীত, ছবির গানগুলি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল 'ইয়ারিয়া' ছবিতে সেভাবে নজর কাড়তে পারেননি রকুল, বরং 'দে দে পেয়ার দে' ছবিতে তাঁর অভিনয় প্রশংসিত হয় কিছুদিন আগেই সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন অভিনেত্রী, জানিয়ে দেন বাস্তব জীবনে কাকে মন দিয়েছেন বলিউডের জনপ্রিয় প্রযোজক জ্যাকি ভগনানির সঙ্গে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন রকুলপ্রীত সিংহ তাঁর অনুরাগীর সংখ্যাও চোখে পড়ার মতো, কার সঙ্গে সম্পর্কে আছেন, তা জানার জন্য আগ্রহী থাকেন অনুরাগীরা উল্লেখযোগ্য বিষয় হল, বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, জ্যাকি ভগনানির আগে কোনও তারকার সঙ্গেই রকুলপ্রীত সিংহের নাম জড়ায়নি