২২ গজের বাইরে কেমন জো রুট? আজ দেখে নেওয়া যাক প্রেমিকে কেরিকে বিয়ে করেছিলেন রুট ২০১৮ সালে ইংল্যান্ড ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক জো রুট সম্প্রতি টেস্টে ১০ হাজার রানের মালিত হয়েছেন রুট, কুকের পর দ্বিতীয় ব্রিটিশ হিসেবে নজির রুট বিয়ের আগেই বাবা হয়ে গিয়েছিলেন ২০১৭ সালে রুটের প্রিয়তমা কেরি ২০১৭ সালে এক পুত্রসন্তানের জন্ম দিয়েছিলেন জানা যায় ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় রুট ও কেরির প্রেম শুরু বলিউডের সিনেমার স্টাইলে হাঁটু গেড়ে কেরিকে প্রেম নিবেদন করেছিলেন রুট পরে ২০১৮ সালে বিয়ে করেন রুট ও কেরি গত বছর জুলাইতে এক কন্যাসন্তানের জন্ম দেন রুটের স্ত্রী কেরি