আগামীকাল 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে 'অন্য ভ্যালেন্টাইন'। মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে শৌর্য ভট্টাচার্য ওরফে জন, ঐন্দ্রিলা বসুকে। ৩২ মিনিটের ছবি 'অন্য ভ্যালেন্টাইন' মুক্তি পেতে চলেছে আগামিকাল ২৩ জুন 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মে। ছবির পরিচালনা করেছেন অনন্যা ভাঞ্জা চৌধুরী। তিনি ছবিতে অভিনয়ও করেছেন। ছবিতে জন ও ঐন্দ্রিলা ছাড়া রাজ কুমার দত্ত, ময়ূখ চট্টোপাধ্যায়, নীল বন্দ্যোপাধ্যায়, ইন্দ্রনীল আইচ, অনন্যা ভাঞ্জা চৌধুরী ও লালটু দাসকে দেখা যাবে। পরিচালকের কথায়, 'প্রত্যেকের জীবনের মিসিং লিঙ্ক হচ্ছে প্রেম-ভালবাসা।' 'ভ্যালেন্টাইন্স ডে ছাড়াও এমনি দিনে এমনই এক স্বপ্নের ভালবাসার গল্প দেখতে পাবেন এই ছবিতে।' অভিনেত্রী ঐন্দ্রিলার কথায়, 'অনন্যা দি ভীষণ প্রিয়। খুব ভাল লেগেছে কাজ করেছে।' 'এটা খুব মিষ্টি এবং একটু অন্যরকমের একটি ছবি। আমার খুব কাছের ছবি। চাইব সকলেই দেখুন এই ছবিটা।' ছবিতে আরিয়ান ও তৃণার দুষ্টু-মিষ্টি প্রেমের গল্প নজর কাড়বে।