'জুবিলি' সিরিজটির পরিচালনা করেছেন বিক্রমাদিত্য মোতয়ানে। ইতিমধ্যেই তিনি উড়ান, লুটেরার মতো ছবির তৈরি করে সাড়া ফেলে দিয়েছেন এই পরিচালক। 'জুবিলি' সিরিজটিতে অন্য়তম মুখ্য়চরিত্রে অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন অদিতি রাও, রাম কাপুরের মত অভিনেতাও। ছবির চিত্রনাট্য তৈরি করেছেন বিক্রমাদিত্য মোতয়ানের পাশাপাশি সৌমিক সেনও। টিজার মুক্তির পরই দর্শকের মধ্য়ে উন্মাদনা তৈরি করেছিল এই সিরিজ। এবার মুম্বাইয়ে আনুষ্ঠানিকভাবে মুক্তি পেল সিরিজটির ট্রেলার। এপ্রিলের ৭ তারিখ অ্যামাজন প্রাইমে দেখা যাবে এই সিরিজ।