গত ২১ মার্চ শেষ হয়েছে রামকমল মুখোপাধ্যায় পরিচালিত ও রুক্মিণী মৈত্র অভিনীত 'বিনোদিনী একটি নটীর উপাখ্যান' ছবির শ্যুটিং।

এবার প্রকাশ্যে এল ছবির র‍্যাপ আপ পার্টির ছবি। সকল কলাকুশলীদের উপস্থিতিতে, কেক কেটে, আনন্দ করে আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হল।

পার্টিতে ক্যামেরাবন্দি হলেন দেব, রুক্মিণী, পরিচালক রামকমল মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় ও অন্যান্যরা।

গত ১৩ ফেব্রুয়ারি শুরু হয় এই ছবির শ্যুটিং। ছবিতে রুক্মিণীর প্রথম লুক প্রকাশ্যে আসতে রীতিমতো শোরগোল পড়ে যায়।

এরপর গত ১৩ মার্চ বন্ধ করে দিতে হয় শ্যুটিং। টিমের অধিকাংশই ভাইরাল জ্বরে আক্রান্ত হয়ে পড়েন। অসুস্থ হন রুক্মিণীও।

এরপর প্রত্যেকে সুস্থ হয়ে ফের লেগে পড়েন কাজে। আপাতত নির্বিঘ্নেই শেষ হয়েছে শ্যুটিং।

শ্যুটিং শেষের ছবি পোস্ট করে রুক্মিণী লিখেছিলেন, 'বিনোদিনী' জুড়ে রয়েছে হাজার হাজার কথা আর লক্ষ লক্ষ স্মৃতির ভিড়।'

তিনি লিখে চলেন, 'শ্যুটিং শেষের খবর শেয়ার করতে গিয়ে আমি চোখের জল আটকাতে পারছি না।'

'শ্যুটিংয়ের সফর এতটাই কঠিন ছিল যে কেউ কল্পনাও করতে পারবে না। কিন্তু আজ স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে।'

প্রসঙ্গত, এই ছবিতে রুক্মিণীর সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কৌশিক গঙ্গোপাধ্যায়, রাহুল বসু, মীর ও ওম সাহানিকে।