নারীপাচার চক্রের প্রেক্ষাপটে আসছে রাজর্ষী দের নতুন ছবি 'সাদা রঙের পৃথিবী' এই প্রথম দ্বৈত চরিত্রে অভিনয় করছেন শ্রাবন্তী, একটি ইতিবাচক ও একটি নেতিবাচক। তাঁর দুই চরিত্রের নাম ভবানী ও শিবানী। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী, তাঁর চরিত্রের নাম অলক্ষ্মী। রাজর্ষি দের ছবি মানেই যেন তারকাসমাগম । তাঁর নতুন ছবির ক্ষেত্রেও তাই। গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন ঋতব্রত, তুলে ধরা হবে এক আশ্রমের গল্প। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন দেবলীনা কুমার। ওই আশ্রমেরই এক বাসিন্দা তিনি। ছবিতে একেবারে অন্য ভূমিকায় দেখা যাবে রিচা শর্মাকে। তাঁর লুকেও চমক রয়েছে। ওই আশ্রমের মালিকের চরিত্রে দেখা যাবে অরিন্দম শীলকে। তাঁর ভূমিকা নেতিবাচক।