৬৮ বছরের জন্মদিনে ফিরে দেখা যাক, অভিনেতা কমল হাসানের বিশেষ কিছু ছবির সিরিজ। প্রথম ছবি অভিনেতার যুবক বয়সের। সঙ্গে মা। আবেগঘন ক্যাপশনে অভিনেতাই শেয়ার করেছিলেন এই ছবি। বাবার সঙ্গে দুর্দান্ত সম্পর্ক অভিনেত্রী শ্রুতি হাসানের। মজায় থাকেন দু'জনেই। এই ছবি তাঁর প্রমাণ। এই থ্রোব্যাক ছবি কমল হাসানের বিখ্যাত 'চাচি ৪২০'-এর সেট থেকে প্রকাশিত। ছবিতে খুদে শ্রুতি ও অক্ষরাও রয়েছেন। কমল হাসানের পুরনো ছবি ঘাঁটতে বসলে এই ছবি মিস করাই যাবে না। পুঁচকে সুপারস্টার শ্রুতির সঙ্গে পোজ দিয়েছেন বাবা। শ্রুতির 'প্রিয় মানুষ'-এর সঙ্গে এই ছবিও বেশ নজরকাড়া। 'বিক্রম'-এর অডিও ট্রেলার লঞ্চে তোলা মেয়ে অক্ষরার সঙ্গে এই ছবি। মিষ্টি, তাই না? এই ছবিটি পোস্ট করে এই বছর অনুরাগীদের দীপাবলির শুভেচ্ছা জানান অক্ষরা। বাবার সঙ্গে দেখা হলে 'মিরর সেলফি' যেন মাস্ট। একটা নয়, একাধিক এমন ছবি পাওয়া যাবে কমল-শ্রুতির। এই ছবিতে গোটা পরিবারের সঙ্গে বসে রয়েছেন সুপারস্টার কমল হাসান। রয়েছেন শ্রুতি হাসানও। শেষপাতে মিষ্টির মতো এই ছবিখানা। বাবার কোলে একরত্তি শ্রুতি। ২০২০ সালের জন্মদিনে এই ছবি দিয়েই বাবাকে শুভেচ্ছা জানান শ্রুতি।