রাখঢাক নেই একেবারেই, বরাবরই চাঁচাছোলা তিনি পায়ে পা দিয়ে ঝগড়া করেন বলে রয়েছে দুর্নামও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কি দুর্বল মনের মানুষ কঙ্গনা রানাউত! অভিনেত্রী নিজেই এমন জল্পনা উস্কে দিলেন জানালেন, প্রত্যেক বার পুরুষ সঙ্গী তাঁর হৃদয়ই ভেঙেছেন তিনি নিজে কারও সঙ্গে ব্রেকআপ করতে পারেননি ১৬ থেকে ৩১ বছর কখনও একাকী ছিলেন না কিন্তু প্রেমিকরা ছেড়ে গিয়েছেন প্রত্যেকবারই, আবার ফিরেওছেন কিন্তু ততদিনে ফের দুর্বল কারও হাত নিতেন তিনি সাক্ষাৎকারে কঙ্গনা নিজেই খোলসা করলেন