শীত এখনও জাঁকিয়ে বসেনি। আবার গরমও তেমন নেই।

এমন মনোরম আবহাওয়ায় অনেকেই পাড়ি দিয়েছেন দার্জিলিং, কার্শিয়ং কিংবা কালিম্পঙে।

পর্যটকদের খুশি করে আজ তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার করে ধরা দিয়েছে।

সকাল থেকে দার্জিলিঙের মল রোড, কার্শিয়ঙে ভিড় জমিয়েছেন পর্যটকরা।

কাঞ্চনজঙ্ঘাকে ক্যামেরাবন্দি করার পাশাপাশি চলছে দেদার সেলফি তোলা।

অন্যদিকে কলকাতায় বৃষ্টির ভ্রুকুটি। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে আজই অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

তার প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস।

আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে দুই ২৪ পরগনায়।

আজ ও কাল হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব বর্ধমান।