নয়াদিল্লি, লাহোরের ঠিক পরেই দূষণের গ্রাস কল্লোলিনীর গায়ে সবথেকে বেশি।
সুইস সংস্থা আইকিউ এয়ারের (IQAir) তথ্য বলছে, খাস কলকাতায় দূষণের মাত্রা আঁতকে ওঠার মতো।
এই মুহূর্তে বিশ্বের সবথেকে দূষিততম শহর দিল্লি (Delhi)। এয়ার কোয়ালিটি ইনডেক্স (Air Quality Index) ৫১৯।
দিল্লির পরই রয়েছে লাহোর (Lahore)। পাকিস্তানের শহরে একিউআই ২৮৩।
আর তারপরেই রয়েছে কলকাতা ! কলকাতার একিউআই-এর মাপ পাওয়া গিয়েছে ১৮৫।
বিশ্বের দূষিততম শহরগুলির তালিকায় চার নম্বরে রয়েছে ভারতেরই আরও এক শহর। মুম্বই। যেখানে একিউআই ১৭৩।
তার পরে দূষিত শহরগুলির তালিকায় পাঁচ থেকে দশে যথাক্রমে রয়েছে কুয়েত সিটি (১৬৫), ঢাকা (১৫৯), বাগদাদ (১৫৮), জাকার্তা (১৫৮), দোহা (১৫৩) ও উহান (১৫৩)।
প্রসঙ্গত, বাতাসে একিউআই ২০০-র বেশি হলে সেক্ষেত্রে সেটিকে খারাপ বলে চিহ্নিত করা হয়ে থাকে। যে বাতাসে শ্বাস-প্রশ্বাসে সমস্যা দেখা যেতে পারে ।
যে পরিমাণ ৩০০-র বেশি হলে সেক্ষেত্রে বাতাসের অবস্থাকে অত্যন্ত দূষিত হিসেবেই ধরা হয়। উল্টোদিকে, ১০১ থেকে ২০০ একিআউকে আংশিকভাবে দূষিত হিসেবেই গণ্য করা হয়ে থাকে।
আর একিউআই ৪০০-র বেশি সেটিকে ভয়ঙ্কর আখ্যা দেওয়া হয়। সেক্ষেত্রে সুস্থ-সবল মানুষদেরও প্রবলভাবে অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকে।