হেমন্তের শেষে গভীর নিম্নচাপের ঘনঘটা। বৃষ্টির পূর্বাভাস বাংলায়।

কাল থেকে রাজ্যে হাওয়া বদল। ভাইফোঁটার দিনই বৃষ্টির পূর্বাভাস।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আজ নিম্নচাপে পরিণত হবে।



প্রথমে তা অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে এগোবে।

বৃহস্পতিবার এই নিম্নচাপ শক্তি বাড়াবে।

অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে গতিপথ পরিবর্তন করে ওড়িশা উপকূলের দিকে আসতে পারে।

এর প্রভাবে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রাজ্যে।

বুধ থেকে শনিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।

রবিবার থেকে বদলাবে আবহাওয়া।