আজ মুম্বইতে একটি বিপণী সংস্থার দোকানের বাইরে পাপারাৎজিদের ফ্রেমবন্দি হলেন করিনা কপূর খান। কালো পোশাকের সঙ্গে গাঢ় গোলাপি টপ পরেছিলেন করিনা, সঙ্গে কালো ওভার সাইজ জ্যাকেট ও প্যান্ট। বাদামি ঢেউখেলানো চুল খোলা রেখেছিলেন করিনা, চোখে ছিল মানানসই সানগ্লাস। আজ পাপারাৎজিদের জন্য পোজও দেন করিনা, সকালের রোদে ঝলমলে বেগম বেবো। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে করিনা কপূর অভিনীত লাল সিং চড্ডা ছবিটি। করিনা কপূরের সঙ্গে এই ছবিতে জুটি বেঁধেছিলেন আমির খান। বলিউডে পা রাখার আগে দেহরাদুন ও মুম্বইতে পড়াশোনা করেছেন করিনা 'কহো না পেয়ার হ্যায়' ছবির হাত ধরেই বলিউডে পা রাখার কথা ছিল করিনার, কিন্তু সেখান থেকে বাদ পড়েছিলেন তিনি। অভিষেক বচ্চন-এর সঙ্গে রিফিউজি (Refugee) ছবির হাত ধরে বলিউডে পা রাখেন করিনা।