আজ জন্মদিন জনপ্রিয় গায়ক শানের। জন্মদিনে জেনে নেওয়া যাক তাঁর সম্পর্কে অজানা কিছু তথ্য অসাধারণ গানের গলা তার সঙ্গে মিষ্টি হাসি দিয়ে অগণিত অনুরাগীর মনে জায়গা করে নিয়েছেন শান কখনও কোনও বিতর্কে জড়াতে দেখা যায়নি শানকে। বরং, নিজের কাজটাই মন দিয়ে করতে দেখা যায় তাঁকে শানের আসল নাম শান্তনু মুখোপাধ্যায়। বাংলা, হিন্দি ছাড়াও একাধিক ভাষায় গান গেয়েছেন তিনি কন্নড়, কোঙ্কনি, পঞ্জাবি, নেপালি, ইংরেজি, ওড়িয়া, মালায়লম, তেলুগু, মরাঠি এবং অসমিয়া ভাষায় বহু গান গেয়েছেন শান তাঁর ঠাকুরদা জহর মুখোপাধ্যায় ছিলেন একজন স্বনামধন্য গীতিকার। তাঁর বাবা মানস মুখোপাধ্যায় ছিলেন সঙ্গীত পরিচালক শান নিজে জনপ্রিয় এবং নামী গায়ক। তাঁর বোন সাগরিকাও গায়িকা শানের যখন মাত্র ১৩ বছর বয়স, তখন তাঁর বাবা মানস মুখোপাধ্যায় প্রয়াত হন বিজ্ঞাপনের জিঙ্গলস দিয়ে কেরিয়ার শুরু হয় শানের। শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেন তিনি কেরিয়ারের একেবারে শুরুতে তাঁর লেখা ও গাওয়া 'তানহা দিল' এবং 'ভুল যা' দারুণ জনপ্রিয়তা পায়