রুপোলি পর্দা হোক বা সোশ্যাল মিডিয়া, নানা রূপে ধরা দিয়েছেন সারা আলি খান। পিৎজাপ্রেমী সইফ-কন্যা এখন কড়া ডায়েটে! তাই বলে মাঝেমধ্যেও কিছু খাবেন না? কখনও আবার জিমে গিয়ে কঠোর পরিশ্রমের ছবি! এটিও তিনি। তবে বেশিরভাগ সময়ই তিনি যে সালোয়ার কামিজে স্বচ্ছন্দ্য, সে কথাও লুকোননি। আবার একই সঙ্গে পশ্চিমি পোশাকেও সমান সাবলীল। কখনও আবার বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন, ছবিও দেন। ছবির জগতে হয়তো তাঁর কাজ হয়তো হাতে গোনা, কিন্তু বৈচিত্রের ছাপ রেখেছেন তাতেও। মজাদার পোস্ট, মিম, ছবি-সারার সোশ্য়াল মিডিয়া মানে দুরন্ত কনটেন্ট। হালে জিমে যাওয়ার পথে লাক্সারি গাড়ির পরিবর্তে মারুতি অল্টোয় চেপে তাক লাগিয়ে দিয়েছিলেন। উৎসবের মরসুমে নতুন কী রূপে দেখা যাবে তাঁকে? জানতে অধীর ভক্তেরা।