অভিনেত্রী মৌনী রায়ের পর এবার বিয়ের পিঁড়িতে অভিনেত্রী করিশ্মা তান্না বেশ কিছুদিন ধরেই প্রাক্তন 'বিগ বস' প্রতিযোগী করিশ্মা তান্নার বিয়ের খবর শোনা যাচ্ছিল জানা যাচ্ছিল, শীঘ্রই প্রেমিক বরুণ বঙ্গেরার সঙ্গে নতুন জীবন শুরু করতে চলেছেন অভিনেত্রী অবশেষে সেই দিন এল। হলুদের ছবি শেয়ার করেছেন করিশ্মা গায়ে হলুদের বিশেষ দিনে শ্বেতশুভ্র সাজে নিজেকে সাজিয়ে তুলেছিলেন অভিনেত্রী হবু স্বামী বরুণ বঙ্গেরার সঙ্গেই গায়ে হলুদ সারলেন করিশ্মা ধবধবে সাদা ডিজাইনার পোশাকের সঙ্গে মানানসই ফুলের গয়না ছিল গায়ে হলুদে গায়ে হলুদের বিশেষ ভিডিও শেয়ার করে 'হোলি হ্যায়' কায়দায় লিখেছেন, 'হলদি হ্যায়।' গত বছর নভেম্বরেই প্রেমিক বরুণের সঙ্গে বাগদান সেরে ফেলেন করিশ্মা তান্না করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারছেন অভিনেত্রী